The second most valuable part of World of Wizards (WOW) is the Ministry of Magic. The creator of this division in WOW is Souharda Nandi. Ministry of Magic is created to control each and every section / part / division of the group carefully so that they can be run well. To give various types of services, WOW Ministry of Magic has many different departments and divisions in it.
ওয়ার্ল্ড অফ উইজার্ডসের মিনিস্ট্রি অফ ম্যাজিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী শাখা। এখানে মিনিস্টার হিসেবে বেশ সুদক্ষ ভাবে নিজের দায়িত্ব পালন করে আসছেন আমাদের মিনিস্টার সৌহার্দ্য নন্দী। WOW এর পথচলার একদম শুরু থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। শুরুতে স্লিদারিন হেড হিসেবে কর্মরত থাকলেও পরবর্তীতে পদোন্নতির কারণে মিনিস্টার হয়ে যান। WOW মিনিস্ট্রি অফ ম্যাজিকের পথ চলা তার হাত ধরেই। তিনি অত্যন্ত কর্মোদ্যমী একজন মানুষ যিনি সবসময়ই সবকিছু সমান চোখে দেখে এসেছেন। এছাড়া তার সাহায্যকারী মনোভাবের কারণে তাকে অপছন্দ করে এরকম মানুষ WOW তে খুব কম আছে।
Department of Magical Games and Sports
The Divisional Offices of This Department
Department of Magical Law Enforcement
Divisions
Wizengamot Administration Services
গ্রুপে কড়া রুলসের পেছনের রয়েছে শান্তি নষ্টকারী। আর তারা অনেকসময় নিয়ম অমান্য করতেও দ্বিধা করেন না। তাদেরই ব্যবস্থার জন্য রয়েছে Wizengamot। এই শাখার কার্যাবলী নিয়ন্ত্রন করেন স্বয়ং মিনিস্টার সৌহার্দ্য নন্দী।
সাধারণত যারা মাত্রাতিরিক্ত অশান্তি সৃষ্টি করে বা সৃষ্টি করায় হাত রাখে, তাদের বিশেষভাবে জিজ্ঞাসাবাদ ও জবাবদিহি করা হয় এই শাখার কোর্ট রুমে। তারপর তার গুরুত্ব ও ভয়াবহতা অনুসারে পিএস হেডকোয়ার্টার, কো-হেডকোয়ার্টার কিংবা সর্বোচ্চ হেডকোয়ার্টারে বিবেচনা করা হয় ও কোর্ট রুমে রায় প্রদান করা হয়।
এখন পর্যন্ত কোর্ট রুমে প্রবেশের দূর্ভাগ্য খুব কম মানুষের হয়েছে।