Quidditch Council
Quidditch Council
ওয়ার্ল্ড অফ উইজার্ডস কমিউনিটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট কুইডিচ। এখানে ক্লাব এবং হাউজ পর্যায়ে কুইডিচ টুর্নামেন্ট হয়ে থাকে।
কুইডিচ পরিচালনা করার জন্য এখানে কুইডিচ কাউন্সিল আছে। ক্লাব ম্যানেজার, রেফারি এবং হেডকোয়ার্টারের উচ্চপদস্থ দু-একজন কর্মকর্তা নিয়ে এই কাউন্সিল গঠিত। ক্লাব এবং হাউজ কুইডিচ টিম সহ টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার সকল দায়িত্বে তারা নিয়োজিত আছেন। কুইডিচ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত। বিভিন্ন পদে যারা নিয়োজিত আছেন-
Head: Ubarna Bhattacharye
Club Manager: SM Al Meraj
Club Manager: Priyo Kabir
Rules Specialist: Sherlock Holmes
Delighted History
WOW কুইডিচ শুরু হয় গ্রুপের যাত্রা শুরু হওয়ার ঠিক পরপরই। কুইডিচের দায়িত্ব নেন তৎকালীন স্লিদারিন এসিস্ট্যান্ট হেড আরাফ আহমেদ। দায়িত্ব তার উপর সম্পূর্ণ অর্পিত হলে তিনি কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন ও অন্য একটি গ্রুপের কুইডিচ রুলস প্রবর্তন করেন। পরবর্তীতে তা নিয়ে সমস্যা হলে তৎকালীন স্লিদারিন হেড সৌহার্দ্য নন্দী, গ্রিফিন্ডর হেড শ্রেয়াস মজুমদার সগর, হাফলপাফ এসিস্ট্যান্ট হেড ইশমাম আরাফাত, গ্রিফিন্ডর এসিস্ট্যান্ট হেড ইসরাত সাদিয়া ইরা এবং কুইডিচ ক্লাস প্রাইড অফ পোর্ট্রির ফাউন্ডার হানি হুমার সহায়তায় তৎকালীন হেডমাস্টার সাদমান এস সাদ একটি নতুন কুইডিচ রুল প্রবর্তন করেন। রুলস প্রবর্তন করা হয় মাত্র এক রাতে, যা WOW স্টাফদের সর্বশ্রেষ্ঠ টিম ওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়। সাদমান এস সাদ এর মতে, "কল্পনাশক্তি সম্পন্ন যে কেউ এই রুলসের মাধ্যমে কুইডিচের আসল স্বাদ উপভোগ করতে পারবে।"
কুইডিচ পরিচালনা শুরু হলে আরাফ আহমেদ প্রধান রেফারি নিযুক্ত হন। তার সহায়তায় থাকে ইশমাম আরাফাত ও সাদমান এস সাদ। কাজে একাধিক ভুল ধরা পরলে আরাফ আহমেদ দায়িত্ব ত্যাগ করেন ও সাদমান এস সাদ প্রধান রেফারি হিসেবে নিযুক্ত হন। তৎকালীন সমস্ত সিদ্ধান্ত The Quidditch Pitch নামক গ্রুপ চ্যাটে সম্পন্ন করা হতো।
পরবর্তীতে কুইডিচ পরিচালনার জন্য কুইডিচ কাউন্সিলের প্রতিষ্ঠা করা হয়।
The Group Chat Named The Quidditch Pitch Was the First Administration Group Chat Having Araf Ahmed, Ishmam Arafat and Sadman S Saad.