এসজিএ বা শর্ট গেমিং অ্যাসোসিয়েশন-এর সদস্যগণ ওয়াও-এর যেকোনো ধরনের গেম সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত আছেন। এর ইনচার্জ হিসেবে আছেন দাস শর্মি, যিনি কুইজ, ট্রিভিয়া, পাজল ইত্যাদি গেমসের সকল দায়িত্ব পালন করেন৷ গুগল ফর্ম এবং ডিস্কোর্ডের বট ম্যানেজার হিসেবে রয়েছেন নাইমুর রহমান নাঈম। গেমসের ফলাফল বিবেচনা ও প্রকাশ করেন আরাধ্যা সেনগুপ্ত। ওয়াও-এর সদস্যগণ গেমসে অংশগ্রহণ করে যাতে উইজার্ডিং ওয়ার্ল্ডের সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারেন এবং প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেদিকে নজর রাখতে এসজিএ-এর সদস্যগণ সর্বদাই সচেষ্ট। তাছাড়াও সকলকে গেমসে অংশগ্রহণ করতে সহযোগিতা ও উৎসাহিত করে থাকেন তারা। এসব গেমস থেকে অর্জিত পয়েন্টস হাউজের পয়েন্টের সাথে যোগ হয়, যা হাউজকাপ অর্জনে ভূমিকা রাখে৷


 শর্ট গেমিং অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন যারা তারা হলেনঃ

President : Sadman S Saad (Acting)
Question maker : Soumita Paul
: Sumaiya
: Sherlock Holmes
: Mafzabin Maliha
Cross Checker : Mafzabin Maliha
: Mymuna Tabassum
Bot Manager : MN Dittyo
Form Manager : Ubarna Bhattacharye
: Prithila Ds Bor Ni