ওয়াও পরিবার আজ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। যুক্ত হয়েছে অনেক মানুষও।আর অধিক মানুষের মাঝে শৃঙ্খলা বজায় রাখাটাও অনেক বড় চ্যালেঞ্জ।আর একারণে ওয়াও পরিবারের একটি বড় অংশ জুড়ে রয়েছে ডিপার্টমেন্ট অফ ম্যাজিকাল ল' এন্ড এনফোর্সমেন্ট এর অরোরদের ভূমিকা। এখানে সংশ্লিষ্ট সমস্ত জায়গায় সুষ্ঠু ও শিথিল পরিবেশ বজায় রাখা, বিভিন্ন নীতি প্রনয়ণ এবং তা সবার মাঝে বন্টন ও প্রয়োগ করার মধ্যে দিয়ে অরোরদের কার্যাদি সম্পন্ন হয়।তবে বিগত সময়গুলোতে অরোর পদগুলো শূন্য থাকলেও বর্তমানে বিশেষ কারণে আবারো অরোর পদটি চালু করা হয়েছে।
অরোর ডিপার্টমেন্টের চতুর্থ ব্যাচ হিসেবে ধরাই যায় এটিকে। চতুর্থ ব্যাচে রয়েছেন, নাফিসা জান্নাত (স্লিদারিন), মেহের আলমগীর মল্লিক(গ্রিফিন্ডর), মোহাম্মদ মাহিব(হাফলিপাফ), মেহরাব হোসেন (স্লিদারিন) এবং রাফিসা মণি (র্যাভেনক্ল)।আশা করছি তাদের এই নিউ জার্নি সুন্দরতম হবে এবং তাদের দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করবেন। তাদের জন্য শুভকামনা রইলো।