The finest school of witchcraft and wizardry in the world.
HOGWARTS
ওয়ার্ল্ড অফ উইজার্ডস (WOW) এর বিভিন্ন বিভাগ আছে। তন্মধ্যে, সবচেয়ে আকর্ষনীয়, উপভোগ্য ও মূল্যবান একটি বিভাগ হচ্ছে হগওয়ার্টস। গ্রুপের প্রত্যেক সক্রিয় সদস্যকে অবশ্যই এই বিভাগের অংশ হতে হবে, এখানে সে মিনিস্ট্রি অফ ম্যাজিকে কাজ করছে কি না তা বিবেচ্য নয়। হ্যারি পটার সিরিজ অনুসারে, হগওয়ার্টসকে গ্রিফিন্ডর, র্যাভেনক্ল, হাফলপাফ ও স্লিদারিন - এই চারটি হাউজে বিভক্ত করা হয়। সকল হাউজ পরস্পরের প্রতি প্রতিযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ। তারা কুইডিচ, কুইজ, ট্রিভিয়া খেলেন এবং বিভিন্ন ধরণের ইভেন্টে একসাথে অংশগ্রহণ করেন। টার্মের শেষে সর্বাধিক পয়েন্টের অধিকারী হাউজকে হাউজকাপ প্রদান করা হয়,যা একটি বিরাট সম্মান। এবং আমরা আশা করি, আপনারা যে হাউজেরই হোন না কেন, প্রত্যেকে হবেন বিশ্বাসযোগ্য। বর্তমানে সর্বোচ্চ ক্ষমতা ও দায়িত্বের অধিকারী হলেন Sadman S Saad.
Headmaster Sadman S Saad
Gryffindor
House Master - Soumita Paul (Possessed of supreme house power)
House Founder -
House Head - Das Sharmi
Asst. Head - MN Dittyo
HeadBoy - Md. Mubaddil Rafid
Headgirl - Fariha Ayat
Prefect - Nusrat Shashi
গ্রিফিন্ডর!!!!
নামটা শুনলেই সাহসের যতরূপ আছে সব কল্পনা হিসেবে ধরা দেয় চোখের সামনে।
হগওয়ার্টসের চারটি হাউজের অন্যতম একটি। WOW-Gryffindor Common Room এ সব সময়ই আনন্দমুখর পরিবেশ থাকে। কমনরুমটি বিভিন্ন প্রজন্মের সকল উইজার্ড এবং উইচকে একসূত্রে গেঁথে রেখেছে যেখানে রয়েছে বন্ধুত্ব এবং সাহায্যের ছোঁয়া । কমনরুমের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে রয়েছেন গ্রিফিন্ডর হাউজের সকল স্টাফ। কমনরুমের সবার যেকোনো ধরনের সমস্যা সমাধানে বা গ্রুপের যেকোনো ইভেন্টসহ বাকি সকল বিষয়ে সহায়তা করতে রয়েছেন হাউজফাউন্ডার সৌমিতা পাল এবং হাউজ হেড শর্মি দাশ।
এছাড়াও এসিস্ট্যান্ট হেড হিসেবে রয়েছেন এমএন দিত্য, হেডবয় রাফিদ, হেডগার্ল ফারিহা ও প্রিফেক্ট ফুয়াদ, জাইমা এবং শশী। পাশাপাশি রয়েছেন অন্যান্য মেম্বাররা যাদের জন্য গ্রিফিন্ডর কমনরুম থাকে প্রাণচাঞ্চল্যে ভরপুর।
Slytherin
Master - Touhid Farhad Zain (Possessed of supreme house power)
Founder -
Head - Fahrun Anjum
Asst. Head - Abida Sultana
HeadBoy - Saif Ul Islam
Headgirl -
Prefect - Zabir Twist
- Abrar Habib
স্লিদারিন হগওয়ার্টসের ৪ হাউজের মাঝে ভিন্ন এবং অন্যতম একটি হাউজ। যার নাম শুনলেই অনেকে চিন্তা করেন ডার্ক উইজার্ডের কথা কিন্তু সে ধারণা অনেকাংশেই ভুল। ওয়াও স্লিদারিন কমনরুমে আপনি পাবেন হগওয়ার্টস এর স্লিদারিনের স্বাদ। এখানে ডার্ক লর্ড থেকে শুরু করে দেখা মিলবে স্নেপ এর ও। তবে প্রশ্ন জাগতে পারে শুধু কি ইভিল দিয়ে স্লিদারন স্বয়ংসম্পূর্ণ? না। স্লিদারিনে আছে অনেক caring আর protective উইচ আর উইজার্ড যারা একে অপরের জন্য ৩য় উইজার্ডিং ওয়ার শুরু করতেও দিধাবোধ করবে না । বিশ্বাস না করলে WOW এর স্লিদারিন কমনরুমের দিকেই দৃষ্টিপাত করুন।
যথেষ্ট একটিভ এই সাপ-খোপের আড্ডা কে সঠিক ভাবে নিয়ন্ত্রিত করতে নিয়োজিত আছেন কিছু দক্ষ স্লিদারিন স্টাফস। স্লি-স্টাফদেরকে স্লিদারিনের অভিভাবক বললে কোনো ভুল কিছু বলা হবেনা। নিজের অভিজ্ঞতা ও পারদর্শিতার সাথে সব কিছু সামলে স্লিদারিন কে এগিয়ে যেতে মোক্ষম ভূমিকা রাখেন তারা।
যদি আপনি হন স্লিদারিন হাউজের একজন তবে এই কমনরুম আপনার জন্য সদা উন্মুক্ত। 𝐖𝐞 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞 𝐲𝐨𝐮 𝐜𝐨𝐫𝐝𝐢𝐚𝐥𝐥𝐲 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐡𝐨𝐦𝐞, 𝐒𝐥𝐲𝐭𝐡𝐞𝐫𝐢𝐧 𝐚𝐧𝐝 𝐡𝐨𝐩𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐲𝐨𝐮'𝐥𝐥 𝐡𝐚𝐯𝐞 𝐨𝐧𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐬𝐭 𝐭𝐢𝐦𝐞 𝐡𝐞𝐫𝐞 𝐛𝐲 𝐟𝐢𝐧𝐝𝐢𝐧𝐠 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐰𝐡𝐨𝐦 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭 𝐭𝐨 𝐜𝐡𝐞𝐫𝐢𝐬𝐡 𝐟𝐨𝐫𝐞𝐯𝐞r.
Ravenclaw
House Master -
House Founder -
House Head - Fahmida Granger (Possessed of supreme house power)
Asst.Househead - Sumaiya islam
Headboy - Oahid Ashraf
Headgirl - Imona Das
Prefect - Samiha Anonna
Prefect - Imran Hossain
Intelligent?
Wise?
Witty?
Have Higher Personality?
Welcome to RAVENCLAW!!
WOW ক্ল কমনরুমে পাওয়া যাবে বুদ্ধিমান উইজার্ডস অর উইচ, চিলিং করা চিল (eagles) এবং শান্ত-প্রকৃতির ক্লস। শান্ত বলেই কমনরুম শান্ত থাকবে এটা কি হয়? কমনরুমে চলে জমজমাট আনন্দ। আমাদের মাঝে রয়েছেন হাউজহেড ফাহমিদা গ্রেঞ্জার, এসি. হেড সুমাইয়া ইসলাম, যারা নতুন কোনো ইভেন্ট বা টাস্কের সময় নিজেদের প্রচেষ্টায় প্রিয় উইজার্ড এবং উইচদের অংশগ্রহণ করতে বলে থাকেন এবং প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেন নিজ হাউজকে এগিয়ে নিয়ে টার্ম এ হাউজকাপ জিতার। প্রত্যেক টার্ম এ জনগণ নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন ক্রাফট, আর্ট, ভিডিওসহ নানান কন্টেন্ট পোস্ট করে থাকেন যাকে বলে ক্রিয়েটিভ পোস্টিং। অন্যান্য টাস্ক বা হাউজ কুইডিচসহ যে কোন টুর্নামেন্ট বা টাস্কে সবাই মিলে মিশে অংশগ্রহণ করেন। উদাহরণস্বরূপঃ আমাদের মাঝে আছেন কানিজ ফাতিমা নাফিসা, যিনি আমাদের সাবেক হেডমিস্ট্রেস। হাউজহেড থাকাকালীন হাউজকে অনেক এগিয়ে নিয়েছিলেন। এছাড়া আমাদের হাউজ কুইডিচ টিমের বেস্ট ক্যাপটেন রয়েছিলেন নাফিয়া ওয়াহীদ নির্ঝর। কোনো হাউজ টাস্ক আসলে সবার মাঝে আগ্রহ তৈরি হয় দেখার মত। ক্যাট লাভার আছেন নিশ্চয়ই? কমনরুমে অনেক ঈগলরূপি বিল্লি রয়েছে মিউমিউ করার জন্য। দেখতে চাইলে চোখ রাখুন ক্ল কমনরুমে। এছাড়া কমনরুমে চলে গল্প, আড্ডা, গান ও ছোটখাটো গেমস। বৃহস্পতিবার রাতে হয়ে থাকে গানের আসর নাহয় টি-ডি তথা ট্রুথ অর ডেয়ার।
যদি আপনার মাঝে বুদ্ধিমত্তা অথবা শান্ত প্রকৃতির মনোভাব রয়ে থাকে, THEN WELCOME TO OUR EAGLES' NEST.
Hufflepuff
House Master -
House Founder -
House Head - Basharat Rehnuma (Possessed of supreme power)
Asst. Head - Sadia Zafra
Head Boy - AB Noman
- Abhra Kar
-Bokhtiar Uddin Bishal
Head Girl -
Prefect - Sweety Jannat Shova
- Fahmid Tasnim
কঠোর পরিশ্রম,সততা এবং আনুগত্যের উজ্জ্বল পথিকৃৎ যারা তাদের নিয়ে এবার কিছু বলা যাক।হ্যাঁ, হাফলপাফ হাউজের কথাই বলছি,যার নাম শুনলেই মনে পরবে সেড্রিক ডিওগ্রের মহানুভবতা কিংবা প্রফেসর স্প্রাউটের নাম। ওয়াও হাফলপাফ কমনরুমে আপনি পাবেন 𝐂𝐚𝐫𝐢𝐧𝐠, 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭𝐢𝐯𝐞 𝐚𝐧𝐝 𝐇𝐚𝐫𝐝 𝐖𝐨𝐫𝐤𝐢𝐧𝐠 উইচ এবং উইজার্ডদের যারা যেকোনো মূল্যে নিজের হাউজের যেকোনো কাজে এগিয়ে আসেন নিঃস্বার্থ ভাবে। চলুন শান্তিপূর্ণ এই হাউজটি একবার ঘুরে আসি।
ব্যাজারদের এই আড্ডাখানায় এসে কিছু সময় পরপরই পিচ্চি ব্যাজারগুলোর অবাধ ছোটাছুটি দেখতে পাবেন প্রথমেই। হাফলপাফ Founder নাফিসা নওরিনকে সবসময়ই তাদেরকে সামলাতে দেখা যাবে। ডেডিকেটেড, মিশুক এবং শান্ত প্রকৃতির এই উইচ বেশ দক্ষতার সাথে হাউজ সামলানোর পাশাপাশি অন্য হাউজের সাথেও সমান তালে নিজের হাউজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সহযোগিতায় সবসময় তার সাথে আছেন হাউজহেড বশারাত রেহনুমা। হেডবয় লাবিব সবসময়ই হাউজের জন্য যেকোনো ডাকে এগিয়ে আসেন স্বতঃস্ফূর্ত ভাবেই। 𝐃𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐞𝐝, 𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐇𝐚𝐫𝐝 𝐰𝐨𝐫𝐤𝐢𝐧𝐠 উইচ হেড গার্ল তাসমিয়া কবির হিয়া হাউজের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন দিনরাত। শান্তিপূর্ণ এই হাউজে শৃঙ্খলা বজায়ে কাজ করেন এস এফ অপূর্ব। হাফলপাফ হাউজকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি স্টাফই বেশ দক্ষতার সাথে কাজ করছেন, তালে তাল মিলিয়ে চলছেন অন্য হাউজগুলোর সাথে।
হাফলপাফ হাউজ প্রতিটি হাউজের প্রতি শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখে। আপনি যেই হাউজেরই হোন না কেনো আপনাকে সাদরে গ্রহণ করতে তারা সর্বদা সচেষ্ট।