Duel Board
Duel Board
World Of Wizard Dueling Board সংক্ষেপে WDB ।
৯ জন সদস্য নিয়ে গঠিত এই বোর্ডের কাজ ডুয়েল সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করা। এই বোর্ডে ডুয়েল পরিচালনার জন্য ৫ জন রেফারি নিযুক্ত রয়েছেন। তারা হলেন -
১. সুবাহ শাখাওয়াত
২. নূর এ জান্নাত শুচি
৩. এস এফ অপূর্ব
৪. স্বর্নশ্রী সৌম্য
এছাড়াও মিনিস্টার অফ ম্যাজিক সৌহার্দ্য নন্দী, হেড মাস্টার তৌহিদ ফরহাদ জেইন, ডেপুটি হেড মিস্ট্রেস আবিদা সুলতানা আলিফ এই বোর্ডের সাথে যুক্ত রয়েছেন।
ডুয়েল সংক্রান্ত যাবতীয় বিষয়াবলি এই বোর্ড কর্তৃক নিয়ন্ত্রণ করা হবে।