কুইজের উৎপত্তি হয় অক্টাউইজার্ড টুর্নামেন্টের কুইজ টাস্ক থেকে। এটা সাধারণত গ্রেট হল, কমনরুম এবং ডির্স্কডে সংগঠিত হয়ে থাকে৷ কুইজের দায়িত্বে রয়েছে Short Gaming Association (SGA)। কুইজ হয় গুগল ফর্ম এবং ডিস্কর্ডে বট এর মাধ্যমে। সাপ্তাহিক কুইজ গুলো প্রতি সপ্তাহে হয়ে থাকে। চার হাউজের সদস্যগণ টান টান উত্তেজনার সাথে কুইজে অংশগ্রহণ করেন। ডিস্কর্ডে প্রতিটা কুইজের জন্য চারটি অপশন এবং বিশ সেকেন্ড সময় বেধে দেওয়া থাকে৷ তার মাঝেই সকলকে উত্তর প্রদান করতে হয়। গুগল ফর্মে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর সাবমিট করতে হয় ৷ কুইজের রেজাল্ট হাউজ ভিত্তিকভাবে প্রকাশ হয়ে থাকে,তাছাড়া সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী প্রথম দশজন বিশেষভাবে অভিনন্দিত হন । কুইজের পয়েন্ট হাউজের টার্মের পয়েন্টের সাথে যোগ হয়। এই পয়েন্ট হাউজকাপ জেতাতে বিশেষ সহায়তা করে। তাছাড়া পটারহেডদের জন্য কুইজ সত্যিকার অর্থেই উপভোগ্য।