Auror Office | Batch 2
অরোর ডিভিশনে সেকেন্ড ব্যাচ নিয়োগ প্রদান করেন গ্রুপের তৎকালীন হেডমাস্টার সাদমান এস সাদ। একাধিক ধাপে সংঘটিত হওয়া অরোর এন্ট্রেন্স এক্সামে অংশগ্রহণের মাধ্যমে অরোর ব্যাচ-২ এ যোগদান করেন গ্রিফিন্ডর এসিস্ট্যান্ট হেড ফারহান সামিন, গ্রিফিন্ডর হাউজের সাধারণ সদস্য তন্ময় শাহরিয়ার, সিলভিয়া জাহান, র্যাভেনক্ল হাউজের সাধারণ সদস্য শামসুন্নাহার ঐশী, স্লিদারিন হাউজের সাধারণ সদস্য জিনান তুলী, তৌহিদ আবির এবং হাফলপাফ হাউজের প্রতীক মজুমদার।
গ্রুপে সেসময় বিশৃঙ্খলার বৃদ্ধি ঘটায় যে কোনো অসংগতি নিয়ন্ত্রণে অরোরদের ভূমিকা ছিলো অসামান্য। স্লিদারিন হাউজের তৎকালীন বিশৃঙ্খলায় অরোরদের ত্যাগ ছিলো সত্যই স্মরণীয়।
অরোরদের মাঝে স্লিদারিন হাউজে দায়িত্ব পালনে বার বার বাঁধার সম্মুখীন ও অব্যবস্থাপনার শিকার হয়ে জিনান তুলী অল্প সময়ের মাঝে দায়িত্বের স্থান পরিবর্তন করে হাফলপাফ হাউজে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। পরপর দুইবার স্থান পরিবর্তনের পর র্যাভেনক্ল হাউজে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি দায়িত্ব ত্যাগ করেন।
গ্রুপের সূচনালগ্ন থেকে পাশে থাকা ফারহান সামিন পর্যায়ক্রমে লেভেল-৩ এ পদোন্নতি লাভ করেন এবং অতঃপর অরোর হেডের পদমর্যাদা লাভ করেন। গ্রুপের হেডকোয়ার্টারের কিছু সিদ্ধান্তের সাথে মনোমালিন্য হওয়ায় তিনি পরবর্তীতে দায়িত্ব ত্যাগ করেন।
তন্ময় শাহরিয়ারের ভূমিকা ছিলো অসামান্য। সকলের গার্জিয়ান হিসেবে থাকার পাশাপাশি তিনি অরোর লেভেল-৩ এ পদোন্নতি ও তা হতে অরোর এসিস্ট্যান্ট হেড (বর্তমানে ইনচার্জ) এর পদমর্যাদা লাভ করেন। বিপদের মুখে তার শান্ত থাকা এবং যৌক্তিক পদক্ষেপ নেওয়া ছিলো অতুলনীয়।
গ্রুপে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সিলভিয়া জাহান ও শামসুন্নাহার ঐশীর ভূমিকাও ছিলো অসামান্য। তারাও দায়িত্ব ও নিষ্ঠার সাথে কার্যসম্পাদনের মাধ্যমে পর্যায়ক্রমে অরোর লেভেল-৩ এ পদোন্নতি লাভ করতে সক্ষম হন।
তৌহিদ আবিরকে স্লিদারিন হাউজে দায়িত্ব থাকায় প্রচুর বাঁধার সম্মুখীন হওয়ায় দায়িত্ব পালনে ইস্তফা দেন। তবে তার মাঝেও যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়ে লেভেল-৩ এ পদোন্নতি লাভ করে কঠোর পরিশ্রমের পরিচয় প্রদান করেন তিনি।
অরোর হিসেবে প্রতীক মজুমদারের দায়িত্বশীলতা ছিলো অবিশ্বাস্য। অত্যন্ত জুনিয়র একজন সদস্য হওয়ার পরেও তিনি তার দায়িত্বে ছিলেন স্থির।
Auror Office | Batch 3
অরোর ডিভিসশনে সেকেন্ড ব্যাচ এর সমাপ্তির অনেকদিন পরে তৈরি করা হয় অরোর ব্যাচ তিন। এটি তৈরি করা হয় কোনো প্রকার এক্সাম ছাড়া, তৎকালীন হাউজ হেডদের সহায়তায়। অরোর ব্যাচটি তৈরি করা হয় বিভিন্য ডিভিসশনে কাজে সহায়তার জন্য।
প্রথমে তাদের বিভিন্ন ডিভিসশনে ভাগ করে কাজ দেওয়া ও সাইক্লিক ভাবে তা পরিবর্তন করা হলেও পরে তাদের সেসব ডিভিশনে পার্মানেন্ট করে দেওয়া হয়, এবনং ব্যাচটির সমাপ্তি ঘটে।