The Daily Prophet is a wizarding newspaper based in World of Wizards. It is the primary source of news for wizards that costs free. The current Editor in Chief is Farzana Raisa, who works in the main office of The Daily Prophet.
হ্যারি পটার নির্ভর ফেইসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ উইজার্ড সংশ্লিষ্ট সকল প্রকার বস্তুনিষ্ঠ খবর, তথ্য এবং আপডেটের একমাত্র যাচাইকৃত উৎস হলো "দি ডেইলী প্রফেট"। যা সংক্ষেপে "টিডিপি" নামে জ্ঞাত। টিডিপি ওয়ার্ল্ড অফ উইজার্ডের নির্ভরযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালনা করা হয়ে থাকে। এটি উইজার্ডিং ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড অফ উইজার্ড সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের খবর বিশ্বাসযোগ্য সূত্র থেকে যোগাড় করে গ্রুপ মেম্বারদের নিকট পরিবেশন করে থাকে। এটি ২০২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের জন্য টিডিপি, বর্তমানে গোটা বিশ্বজুড়ে পাচঁ শতাধিক পাঠকের বিশ্বস্ততা অর্জন করেছে এবং এই প্রয়াস চলমান রয়েছে।
Present TDP Staffs: Editor in Chief (EC): Farzana Raisa, Reporter: Luna Akter and New Paper Editor: Sadman Saad
Weekly Interview
দীর্ঘদিন ধরে কেবল সংবাদ প্রচারের পর দ্য ডেইলি প্রফেট এসেছে নতুন ধাপ নিয়ে, তা হলো সাপ্তাহিক লাইভ।
সাপ্তাহিক লাইভের সূচনা হয় সঞ্চালক ফারজানা রাইসার মাধ্যমে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত দশটায় গ্রুপের এক্টিভ ও পরিচিত কিংবা বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠিত হয় লাইভ।
লাইভে গেস্টকে বিভিন্ন প্রশ্ন করা হয়, তার সাথে আনন্দ করা হয়, তার কাছ থেকে মেটানো হয় দীর্ঘদিনের অসংখ্য কৌতুহল। পাশাপাশি থাকে দর্শকদের কমেন্ট ও প্রশ্নাত্তোর। সব মিলিয়ে যথেষ্ট আনন্দময় মূহুর্ত কাটাতে সক্ষম হন গেস্ট ও দর্শকরা। যার সবটাই ফারজানা রাইসা সামলান।
WOW TDP এর ব্যক্তিগত একাউন্ট রিটা স্কিটারের মাধ্যমে সাপ্তাহিক ইন্টারভিউ সরাসরি সম্প্রচারিত হয় গ্রুপটিতে। ইন্টারভিউয়ের দিন দুপুরের মাঝে একটি পোস্টার প্রফেটের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা হয়। ইন্টারভিউ শুরু হলে সমস্ত কমন রুম ও গ্রেট হলে দায়িত্বরত স্টাফরা লিঙ্ক প্রদান করে দেন।
TDP | Weekly Interview (3) | 05.08.2021
Reports
দ্য ডেইলি প্রফেটের অন্যতম প্রধান কাজ হলো রিপোর্ট করা। অর্থাৎ সংবাদ প্রকাশ করা। প্রফেট হতে দু ধরণের রিপোর্ট করা হয়। গ্রুপ ভিত্তিক ও হ্যারি পটার ভিত্তিক।
প্রফেটের এ বিষয়ক যাত্রা শুরু হয় গ্রুপের সূচনালগ্নে, তৎকালীন গ্রিফিন্ডর এসিস্ট্যান্ট হেড ইসরাত সাদিয়া ইরার হাত ধরে। পরবর্তী সময়ে স্টাফ নিয়োগ ও পরিবর্তনে আজ প্রফেটের অফিস সম্পূর্ণ ভিন্ন। গ্রুপে চলমান বিভিন্ন ইভেন্ট, ঘটনা, আলাপ, ইত্যাদি থেকে ভেতরের খবর খুড়ে বের করে আনেন প্রফেটের রিপোর্টাররা। সেসব যথাসম্ভব তথ্য ও প্রমাণ সহ প্রকাশ করেন ফেসবুক গ্রুপে The Daily Prophet ফেসবুক পেইজ হতে।
The Daily Prophet | 29.08.2021
Delighted History
গ্রুপের যাত্রা শুরুর কালেই পরিচালনা পরিষদের একটি অন্যতম প্রধান লক্ষ্য ছিলো সদস্যদের উইজার্ডিং ওয়ার্ল্ডের আসল স্বাদ দেওয়া। সেই লক্ষ্যকে কেন্দ্র করে গ্রুপের তৎকালীন পরিচালনার পরিষদের একজন সক্রিয় সদস্য ও গ্রিফিন্ডর এসিস্ট্যান্ট হেড ইসরাত সাদিয়া ইরার হাত ধরে যাত্রা শুরু করে দ্য ডেইলি প্রফেট। হেডকোয়ার্টারে যথেষ্ট জল্পনা কল্পনার পর অবশেষে ২৭শে মে ২০২০ ইং তাং এ ঘোষণা করা হয় দ্য ডেইলি প্রফেট প্রকাশনা কার্যের প্রারম্ভের। সেই থেকে শুরু হয় হ্যারি পটার সিরিজের বিভিন্ন বিষয়কে অতিকল্পিতভাবে রঞ্জিত করে প্রদর্শন। এসবের পূর্ণাঙ্গ দায়িত্বে ছিলেন স্বয়ং ইসরাত সাদিয়া ইরা। পরবর্তীতে তিনি দায়িত্ব ত্যাগ করলে দ্য ডেইলি প্রফেটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর তা পূণরায় নিজ দায়িত্বে সূচনা করেন তৎকালীন স্লিদারিন হেড তৌহিদ ফারহাদ জেইন।
Israt Sadia Era
The First Editor in Chief
Founder of WOW-TDP
Proudly Presenting Some Posts from The Starting Journey of TDP
Click on image to get the full REPORT