জানুয়ারি ২০২৩ স্টাফে আছি কেবল একমাস। মেম্বার হিসেবে আমি অনেটাই নতুন বলা চলে। অরোর হিসেবে অলস সময় কাটছিল। হটাৎ একদিনতৎকালীন গ্রিফন্ডর হেড সৌমিতাদি এর সাজেশন এ আমাকে পয়েন্টটি টিম এর ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তখন আমার টিম মেম্বার হিসেবে দি ছাড়া কেউ ছিলো না। এরপর একদিন আমাদের রিটা স্কিটার ওরফে রাইসা আমার টিম জয়েন করে। এরপর টিম এ আসে তৎকালীন স্লিদারিন হেড লুনা। হটাৎ একদিন টিম ভেঙ্গে পরে মেম্বার দের ব্যাস্ততার জন্য।
পরবর্তীতে সপ্তম টার্মে টিম পুনর্গঠন শুরু হয়। ২৭ আগস্ট ২০২৩ আমি টিম হেড/ প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করি। ধীরে ধীরে টিমে পরিবর্তন আসতে থাকে। বর্তমান টিম নিয়ে আমি কাজ করে চলেছি WOW এর সকল পয়েন্টস নিয়ে।
-মো. মাহাদি হাসান মৃদুল
প্রেসিডেন্ট
পয়েন্টিং টিম
HISTORY
ওয়ার্ল্ড অফ উইজার্ডসের যাত্রার শুরুতেই প্রথম যেই চ্যালেঞ্জ দেখা যায়, তা হলো পয়েন্টিং। পয়েন্টিং নিয়ে স্পষ্ট ধারনা এবং প্রোপার প্ল্যান না থাকায় বেশ কয়েক ধরণের সমস্যার মুখোমুখি হতে হয় তৎকালীন হেডকোয়ার্টারকে। সমস্যা সমাধানে পয়েন্টিং নামক একটি গ্রুপ চ্যাট ক্রিয়েট করা হয়, যেখানে স্টাফদের যে যেই কন্টেন্টে পারদর্শী, সেই কন্টেন্টের পয়েন্টিং এর দায়িত্ব দেওয়া হয়। এতে এক সময় পক্ষপাতের অভিযোগ আসতে শুরু করে। টার্ম-১ এ তৎকালীন গ্রিফিন্ডর হেড পয়েন্টিং এর সমাপ্তি ঘোষণা করলেও দেখা যায়, তিনি র্যাভেনক্লর এরাউন্ড হাজার পয়েন্ট কাউন্টে আনেননি।
এ ধরণের সমস্যা থেকে পয়েন্টিং সিস্টেমকে মুক্ত করতে সর্বোচ্চ এডমিনিস্ট্রেশন থেকে পয়েন্টিং এর জন্য দুইজন ডেডিকেটেড স্টাফ সহ একটি স্বতন্ত্র টিম গঠন করার উদ্যোগ নেওয়া হয়।