HUFFLEPUFF COMMON ROOM CHAT RULES
গ্রুপে কথা বলার সময় শালীনতা বজায় রাখতে হবে। গালি,অপ্রীতিকর শব্দ ব্যাবহার,মাত্রাতিরিক্ত স্প্যামিং,অভদ্র আচরণ সম্পুর্ণ নিষিদ্ধ। যদি কোনো মেম্বার রুলস ভঙ্গ করে আর ওয়ার্নিং পাওয়ার পরেও এমন আচরণ বন্ধ না করে তাহলে স্টাফগণ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে।
2. রাজনীতি সম্পর্কিত প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা,বিতর্ক,মিমস সহ সকল কন্টেন্ট সম্পুর্ণ নিষিদ্ধ।
3. জাতি, ধর্ম,বর্ণ ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক/কটুক্তি নিষিদ্ধ।
4. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১৮+ কথা সম্পুর্ণ নিষেধ।
5. সিনিয়রদের প্রতি সম্মান এবং জুনিওরদের প্রতি স্নেহ প্রদর্শন করুন। জুনিওরদের সমান চোখে দেখার চেষ্টা করুন। তাদেরকে আনকম্ফোর্টেবল এবং আনওয়েলকামিং কথা বলা থেকে বিরত থাকুন।
6. ম্যাসেঞ্জারে জিসির নাম,কভার ইমেজ,কারো নিকনেইম,থিম,ইমোজি ইত্যাদি সিনিওর স্টাফ ব্যাতীত কেউ পরিবর্তণ করতে পারবেন না। স্টাফ বাদে কেউ everyone মেনশন করা নিষেধ।
7. মিনিস্ট্রি ও হগওার্টস স্টাফদের দায়িত্ব পালনে সাহায্য করুন। তাদের সাথে অকারণে তর্ক করা থেকে বিরত থাকুন।
8. WOW ছাড়া অন্য কোনো হ্যারিপটার রিলেটেড গ্রুপের লিঙ্ক কমনরুমে ও গ্রেটহলে দেওয়া নিষিদ্ধ। অন্য গ্রুপের ব্যাপারে আলোচনা এবং কোনো প্রকারের প্রোমশন করা নিষিদ্ধ।
9. অপর মানুষের কম্ফোর্ট লেভেলের বাহিরে সিম্পিং/শিপিং করা নিষেধ।(আপনার কোনো ধরনের সিম্পিং অপ্রিতিকর লাগলে সিনিওর স্টাফদের জানাবেন।তারপর তারা এর পদক্ষেপ নিবে)
10. যেকোনো পরিস্থিতিতে এক্টিভ থাকা তুলনামুলক উচ্চপদস্থ স্টাফ মেম্বারের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত।
Last Edited: 09.08.2024
by HEADQUARTER
Approved by,
NUR A JANNAT SHUCHI
House Master, Hufflepuff
BASHARAT REHNUMA
House Founder, Hufflepuff
and SADIA ZAFRA
Former House Head, Hufflepuff